সিলেটসোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

যুব জমিয়তে যোগদান করলেন ইংল্যান্ড প্রবাসী সৈয়দ মামনুন

Ruhul Amin
ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

 

সিলেট রিপোর্ট: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ‘যুব জমিয়ত বাংলাদেশের কর্মতৎপরতার সাথে একাত্মতা ঘোষণা করেছেন জগন্নাথপুরের ঐতিহ্যবাহী সৈয়দপুরের কৃতি সন্তান ইংল্যান্ড প্রবাসী সৈয়দ মামনুন আহমদ (বিমন)। আজ (২৬ ফেব্রুয়ারি) নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে যুব জমিয়তের কেন্দ্রীয় সদস্য সংগ্রহের কর্মসুচির অংশ হিসেবে সিলেট মহানগর যুব জমিয়তের ব্যবস্থাপনায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি সদস্য ফরম পূরণ করেছেন। মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জমিয়তে উরামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্মমহাসচিব,সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব জমিয়তের কেন্দ্রীয় সদস্য মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মুফতি ফরহাদ কুরেশী প্রমুখ। পরে জমিয়ত নেতৃবৃন্দ সৈয়দ মামনুনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি শাহীনূর পাশা বলেন, জমিয়ত আকাবির আছলাফের ঐতিহ্যবাহী সংগঠন । সর্বস্থরের জনতার জন্য উন্মুক্ত। কোন বিশেষ প্রতিষ্ঠান, মহল্লাহ কেন্দ্রীক বা পরিবার কেন্দ্রীক কোন দল নয়, তাই যুব জমিয়তের ছায়াতলে সর্বস্থরের যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি। তিনি সৈয়দপুরের তরুণ প্রজন্মের আহংকার সৈয়দ মামনুনকে অভিনন্দন জানান। 
যোগদানকারী সৈয়দ মামনুন তার প্রতিক্রিয়া ব্যক্তকরতে গিয়ে বলেন, জমিয়তকে ভালো বাসী পারিবারিক সুত্রেই। ছাত্র জীবনে বিভিন্ন সভা-সমাবেশে গিয়েছি। আজ র্দীঘ দেড় যুগ পরে প্রবাস জীবন থেকে দেশে আসার পরে যুব নেতা রুহুল আমীন নগরীর বিশেষ তৎপরতায় আজ আবারো জমিয়তে সক্রিয় হওয়ার জন্য সম্মত হলাম। ১৫ মার্চ যুব জমিয়তের জাতীয় সম্মেলনসহ সকল প্রোগ্রামের সফলতা কামনা করছি। আমি ইনশাআল্লাহ বাকি জীবন আকাবিরের এই সংগঠনের সাথেই সক্রিয় ভাবে কাজ করে যাবো।’