সিলেটরবিবার , ১৫ এপ্রিল ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জমিয়ত মহাসচিবের সাথে ইউরোপ মহাসচিবের সাক্ষাত

Ruhul Amin
এপ্রিল ১৫, ২০১৮ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোছাইন কাসেমী বলেছেন, জমিয়ত আকাবিরদের রেখে যাওয়া আমানত।  আমরা জমিেতের কাজকে  দ্বীনের অংশ মনে করি।   নিচক রাজনীতি মনে করে সংগঠন করা ঠিক নয়।   শায়খুল হিন্দ,শায়খুল ইসলামসহ আকাবিরিনের রেখে যাওয়া শতাব্দীর ঐতিহ্যবাহী এই কাফেলাকে সামনের দিকে নিয়ে যেতে হবে।   আলহামদুলিল্লাহ শায়খুল ইসলাম হযরত মাদানী (রহ) এর এর খলিফা আল্লামা আব্দুল মোমিনের ক্বিয়াদাতের মাধ্যমে আমরা কাজ করছি।   দেশের সর্বত্র এখন জমিয়তের র্কমতৎপরতা পরিলক্ষিত হচ্ছে।  তিনি বলেন, আমরা কাজে বিশ্বাসী।   দেশের সকল পেশার লোকজনকে জমিয়তের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে সাংগঠনিক কাজকে আরো বেগবান করতে হবে।
তিনি আজ ১৫ এপ্রিল নিজ কার্যালয়ে  জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের মহাসচিব মাওলানা সৈয়দ মুশাররফ আলী সৌজন্য সাক্ষাতে আসলে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
জমিয়ত মহাসচিব ফুলের তোড়া দিয়ে ইউরোপ জমিয়তের মহাসচিবকে স্বাগত জানান।  এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাজমুল হাছান, অর্থ সম্পাদক মুফতি মুনির হোছাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, ঢাকা মহানগর সহ সভাপতি মুফতি জাকির হোছাইন, মাওলানা শরীফুল ইসলাম প্রমুখ।