সিলেটবুধবার , ১৫ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ধর্মীয় উৎসব নিয়ে ঘৃণ্যআচরণ বন্ধ করুন : মাদানী কাফেলা

Ruhul Amin
মার্চ ১৫, ২০১৭ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  মাদানী কাফেলা বাংলাদেশের নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের নেতাদের উদ্দেশ্যে বলেছেন, নিজেদের ধর্মীয় উৎসবকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখে স্বাধীনভাবে পালন করুন। হিন্দুদের একান্ত ধর্মীয় উৎসবকে সার্বজনীন বলে মুসলিম সমাজে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করবেননা।
এমন ঘৃণ্যআচরণ বন্ধ না করলে পাল্টা পদক্ষেপ হিসেবে কুরবানির দিন আপনাদেরকেও গরুর গোস্ত খাওয়াতে কেউ কেউ উৎসাহিত হলে বলার কিছু থাকবে না।
বিবৃতিতে বলা হয়, গত ১৩ মার্চ (রাতে যমুনা টিভিতে প্রচারিত) ২৮-৩০ বছর বয়সী এক মহিলা পুরান ঢাকার রাস্তায় অসহায় হয়ে কাঁদছেন, ‘আমাকে মাফ করে দেন; আমি চাকরি করি। রঙ দিলে আমি অফিসে যেতে পারব না; নতুন চাকরি পেয়েছি সময়মতো না গেলে চাকরি থাকবে না। চাকরিই আমার সংসারের অবলম্বন’। মধ্যবয়সী মহিলার আর্তচিৎকারের খবর টিভিতে দেখে দর্শকদের মন কাঁদলেও ‘রঙ মাখানো’ হোলি উৎসবকারীদের মন গলেনি। তারা মহিলার মুখে ও কাপড়ে রঙ মাখিয়ে দেন। কিছু যুবতী একে অন্যকে রাঙিয়ে উচ্ছ্বাস করছেন; কিছু তরুণ-তরুণী একাকার হয়ে রঙ মাখছেন; কিছু তরুণ রঙে রাঙানো তরুণীদের কামিছ ধরে টানাটানি করছেন; ওড়না ফেলে দিচ্ছেন। রঙ মাখানোর মত্ততায় তরুণীদের বুকে হাত চালিয়ে দিচ্ছে তরুণরা।’
উৎসবের নামে রাজপথে উঠতি বয়সী তরুণ-তরুণীদের রঙ মেখে নোংরামি কিছুতেই মেনে নেওয়া যায়না,এটা সভ্য সমাজের আচরণ হতে পারেনা। যারা এই নোংরামিতে জড়িত তাদেরকে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানাচ্ছি।
বিবৃতি দাতারা হলেন মাদানী কাফেলা বাংলাদেশের উপদেষ্টা অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সহসভাপতি হাফিজ শিব্বির আহমদ রাজি, সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ শাহবাগী,সহসেক্রেটারী হাফিজ আহমাদুল হক উমামা, সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহিদ হাতিমী প্রমুখ।  এদিকে, হোলি উৎসবের নামে নারীদের সাথে নোংরামী আচরনের তীব্র নিন্দা জানিয়েছেন সিলেটের  বিবিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন, জামিয়া মাদানীয়া বিষ্কনাথের মুফতি খন্দকার হারুনুর রশীদ, জামিয়া নাজাতুল উম্মাহ মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মহিলা পরিচালিকা হাফিজা আলেমা হুসনা সুলতানা, যুব জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী,মাওলানা আছলাম রহমানী,ডা: হাবীবুর রহমান, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা সালেহ আহমদ, শাহিদ আহমদ, মঈনুল ইসলাম আল মামুন প্রমুখ।