সিলেটশুক্রবার , ২৪ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মহানগর ছাত্র জমিয়তের অভিষেক সম্পন্ন

Ruhul Amin
মার্চ ২৪, ২০১৭ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরী নবগঠিত কমিটির অভিষেক  ২৪ মার্চ শুক্রবার বাদ জুম্মা নগরীর বন্দরবাজারস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।  অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রিয় সাধারণ সম্পাদক ও জমিয়তের কেন্দ্রিয় নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী। মহানগর ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক সরকারের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক এম বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আলী নূর। অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুব জমিয়তের সহ সভাপতি সৈয়দ উবায়দুর রহমান, ছাত্র জমিয়ত সিলেট মহানগর সহ সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুনের ,যুগ্ম সম্পাদক শাহিদ হাতিমী ও নূরুল আমিন, সাংগঠনিক সম্পাদক ক্বারী শহীদ আহমদ, সহ সাধারণ সম্পাদক হাফিজ জাহিদ আহমদ ও শেখ আলবাব হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহদি হাসান মিনহাজ্, আবু হানিফ সাদি, প্রচার সম্পাদক আতিকুর রহমান হাতিমী, অর্থ সম্পাদক সাখাওয়াত শিকদার, সাহিত্য সম্পাদক আসাদ চৌধুরী, স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয় বিষয়ক সম্পাদক জি কে লিকসন, আলিয়া মাদরাসা সম্পাদক ফাহিম আহমদ সুমন, পাঠাগার সম্পাদক সালমান আহমদ, অফিস সম্পাদক আব্দুল ওয়াহিদ সিদ্দিকী, শরীর চর্চা বিষয়ক সম্পাদক আবুল হোসাইন, সদস্য নিয়ামত উল্লাহ, হেলাল আহমদ, শামীম আহমদ, ওয়াকিব আহমদ, কামরুল ইসলাম, মনিরুজ্জামান, আতিকুর রহমান, রেজাউল করিম, সাদিক আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী সেক্রেটারী এম বেলাল আহমদ চৌধুরী নব নির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মামুনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন আবু মারজান নোমানী।
মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেন, আনুগত্য ও আন্তরিকতা মানুষের অন্যতম এক বৈশিষ্ট্য। দয়িত্বশীলরা দায়িত্বের প্রতি সচেষ্ট হলে দেশ জাতি ও উম্মাহর কল্যাণ বয়ে আনা সম্ভব। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, মনুষ্য পরিচয়ের এক অনন্য উপাদান শিক্ষা ও জ্ঞান। ছাত্র জমিয়ত কর্মীদের জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে।

Image may contain: 7 people, text