সিলেটসোমবার , ৩ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আতিয়া মহল নিয়ে র‌্যাব’র প্রেসবিফ্রিং

Ruhul Amin
এপ্রিল ৩, ২০১৭ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: দক্ষিণসুরমার আতিয়া মহলের অভিযান শেষ হওয়ার পাঁচ দিন পর আতিয়া মহল থেকে দুই জঙ্গির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ঢাকাস্থ র‌্যাব সদর দফতর থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড ও টেকনিক্যাল টিম সোমবার নিহত জঙ্গিদের দেহাবশেষ উদ্ধার করে।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে র‌্যাবের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ে র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ বলেন, ‘গত ২৮ মার্চ কমান্ডোরা অভিযান শেষের পর আতিয়া মহলকে পুলিশের কাছে হস্তান্তর। ভবনের ভেতর দুটি লাশ এবং আইইডি (রূপান্তরিত বিস্ফোরক) ছিল। মৌলভীবাজারের অভিযানের কারণে আতিয়া মহলে অভিযান শুরু করতে দেরি হয়। গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্ফোরক উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় র‌্যাবকে। দায়িত্ব পেয়ে র‌্যাব সদর দফতর থেকে সোমবার বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও টেকনিক্যাল টিম ঘটনাস্থলে আসে। লে. কর্ণেল আরিফুল ইসলামের নেতৃত্বে সকাল সাড়ে ১১টায় শুরু হয় অভিযান। প্রথম লক্ষ্য ছিল লাশ দুটি উদ্ধার। শুরুতে ভবনের চারপাশ থেকে ধ্বংসাবশেষ পরিচ্ছন্ন করা হয়। এরপর নিচতলা থেকে দুই জঙ্গির দেহাবশেষ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

প্রেসবিফিংয়ে র‌্যাব-৯ অধিনায়ক আজাদ আরোও বলেন, ‘আতিয়া মহলকে বিস্ফোরকমুক্ত করা একটি দীর্ঘ প্রক্রিয়া। এখানে বেশ কিছু বিস্ফোরক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই বিস্ফোরকগুলো জঙ্গিদের হতে পারে, আবার সেনাবাহিনীর ছোড়া অবিস্ফোরিত বিস্ফোরকও হতে পারে। এগুলো উদ্ধার সময়সাপেক্ষ। এসময় এলাকাবাসীকে ধৈর্য্য ধারণ করতে হবে। ভবনটি নিরাপদ হয়ে গেলেই বাসিন্দারা এতে ফিরে যেতে পারবেন।’

প্রথম দিনের অভিযানে কোন বিস্ফোরক উদ্ধার করা হয়নি জানিয়ে র‌্যাব অধিনায়ক বলেন, ‘উদ্ধারের সময় যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য সতর্ক থেকে অভিযান চলছে। অভিযানে সিলেট মহানগর পুলিশ, সিটি করপোরেশসন, ফায়ার ব্রিগেড সহযোগিতা করছে।’

উদ্ধারকৃত লাশ দুটির দেহাবশেষ চেনা যাচ্ছে না উল্লেখ করে লে. কর্ণেল আলী হায়দার বলেন, ‘সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণে লাশ দুটি ছিন্নভিন্ন। সেনাবাহিনীর অভিযানের শেষ সময়ে এগুলো বিস্ফোরিত হয়।’