সিলেটমঙ্গলবার , ৩০ মে ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাসিক শাহজালাল সাহিত্য ফোরামের স্বরণসভা

Ruhul Amin
মে ৩০, ২০১৭ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
আল্লাহর মহব্বতে যারা দ্বিনের জন্য নিজের জীবনের সবকিছু বিলিয়ে দিয়ে গেছেন তারা মানুষের কাছে ওলীর মর্যাদা পেয়েছেন। এমনিভাবে হযরত শাহজালাল (রহঃ) ও ৩৬০ ওলীগণ বাড়ী, গাড়ি, ক্ষমতা না চেয়ে আল্লাহর দ্বিনের জন্য কাজ করে গেছেন। এই ধারাবাহিকতায় আদর্শ শিক্ষক, বিশিষ্ট ব্যবসায়ী, দ্বিনের খাদেম আলহাজ্ব আজীজুল হক চৌধুরী সাহেব কাজ করে গেছেন। উনার ইন্তেকালে আল্লাহর কাছে আমাদের দোয়া থাকবে আল্লাহ যেন উনাকে মাগফিরাত দেন, বেহেশত নসিব করেন এবং উনার সন্তান, আত্মীয়-স্বজন, সুধীজনকে সবরে জামিল দান করেন। কানাইঘাট ঝিঙ্গাবাড়ী নিবাসী বোম্বাই হাজীসাব নামে খ্যাত, আগর-আতরের সুন্নতি ব্যবসায়ী, মরহুম আজীজুল হক চৌধুরী স্বরণে দোয়া মাহফিলে দরগাহ শাহ্জালাল (রহঃ) মসজিদের ইমাম ও খতিব হাফিজ শায়েখ আসজাদ আহমদ ও অন্যান্য বক্তাগণ এসব কথাগুলো তুলে ধরেন।

মাসিক শাহজালাল সাহিত্য ফোরামের উদ্যোগে মরহুম আলহাজ্ব আজীজুল হক চৌধুরীর স্বরণসভা ও দোয়া মাহফিল দরগাহ্ কাজী অফিসে শুক্রবার, বাদমাগরিব মাসিক শাহজালাল পত্রিকার সম্পাদক রুহুল ফারুকের সভাপতিত্বে ও কবি সৈয়দ আসলাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ও দোয়া পরিচালনা করেন দরগাহ মসজিদের প্রধান ইমাম ও খতিব হাফিজ শায়েখ আসজাদ আহমদ সাহেব, মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদের ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক, অন্যান্য বক্তা ছিলেন আনিসুজ্জামান চৌধুরী, আখতারুজ্জামান চৌধুরী, খসরুজ্জামান চৌধুরী, এ.এফ.এম শহীদুল ইসলাম সিনিয়র সভাপতি গাউছিয়া কমিটি সিলেট, আফিকুর রহমান আফিক সভাপতি সিলেট যুব উন্নয়ন পরিষদ, অধ্যাপক সিরাজুল হক, কবি সৈয়দ মুক্তাদা হামিদ, গিতিকার মিসবাহ উদ্দিন প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল কাদির জীবন।