সিলেটশুক্রবার , ২৭ এপ্রিল ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্কে উলামা সমাবেশে আল্লামা হবিগঞ্জী ও আনসারী

Ruhul Amin
এপ্রিল ২৭, ২০১৮ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিউইয়ক থেকে-রশীদ আহমদ: নিউইয়র্কের প্রাচীনতম বিদ্যাপীঠ দারুল উলূম নিউইয়র্ক এ ২৫শে এপ্রিল বুধবার বাদ মাগরিব এক খুছুছী উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়।বিশিষ্ট আলেমদ্বীন মুফতী মুহাম্মদ জামাল উদ্দীন ও মুহাদ্দিস মাওলানা আজিজুর রহমান ঘোগারখুলীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত সর্বজন শ্রদ্ধেয় শায়খুল হাদিস,মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী।বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ আনসারী।
মেহমানদ্বয় তাদের বয়ানে বলেন,সর্বদা উলামায়ে কেরামকে জমাতবদ্ধ জীবন যাপন করতে হবে।আপোসের মধ্যে হিংসা বিদ্বেষ পরিহার করতে হবে।কোন ভাবে একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না।আলেমদেরকে মন্দ মাছির মতো না হয়ে মৌমাছির মতো উপকারী হতে হবে।সর্বোপরি রাসুল সাঃ এর দেখানো পথে উম্মাতকে পরিচালিত করতে হবে। আর তাবলীগ জমাত সম্পর্কে তারা বলেন, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যত দিন তাবলীগ থাকবে,ততদিন সেই জমাতটি সঠিক পথে পরিচালিত হবে।বিশেষ করে প্রধান মেহমান শায়খুল হাদীস মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী আমেরিকার উলামায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন,আমি বাংলাদেশে তাবলীগ জমাতের শূরা কমিটিতে আছি আপনারও এখানে শূরা কমিটিতে থাকেন। আর মিলেমিশে আপনারা তাবলীগের সাথে স্বতঃস্ফূর্ত ভাবে এক হয়ে কাজ করার আহ্বানও জানান।অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন মসজিদ-মাদরাসা ও ইসলামী প্রতিষ্ঠান থেকে প্রায় শতাধিক উলামায়ে কেরাম এবং তাবলীগ জমাতের বিভিন্ন দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।