সিলেটবৃহস্পতিবার , ৬ সেপ্টেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের পূর্বে জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে: খেলাফত মজলিস

Ruhul Amin
সেপ্টেম্বর ৬, ২০১৮ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া জাতীয় সংকট উত্তরণ সম্ভব নয়। আর বর্তমান সরকারের অধিনে কোনভাবেই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন হতে হবে। নির্বাচনে সবার জন্যে সমান সুযোগ তথা লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করতে হবে। নির্বাচনের পূর্বে জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে। রাজনৈতিক দমন পীড়ন বন্ধ করতে হবে। বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে। ইভিএম ব্যবহারের নামে নির্বাচনে ডিজিটাল কারচুপির আয়োজন বন্ধ করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

গতকাল সন্ধ্যা ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীরে মজলিস মাওলানা সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সদরুজ্জামান খান, মাওলানা আজীজুল হক প্রমুখ।

বৈঠকে খেলাফত মজলিসের চলমান পক্ষকালব্যাপী দাওয়াত ও গণসংযোগ কর্মসূচী সফলে সারাদেশের সর্বস্তরের নেতাকর্মীদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান হয়।