সিলেটশনিবার , ২২ জুন ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জর্ডান থেকে ছেপে এসেছে মাওলানা মাহফুজের কিতাব

Ruhul Amin
জুন ২২, ২০১৯ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
আরব বিশ্বের খ্যাতনামা প্রকাশনালয় দারুল ফাতহ,জর্ডান থেকে ছেপে এসেছে বাংলাদেশের তরুণ আলেম লন্ডন প্রবাসী মাওলানা মাহফুজ আহমদের আরবী কিতাব।
এটি মূলত ইমামুল হাদীস আল্লামা আনওর শাহ কাশ্মীরি রহ. এর ইলমী ফাওয়ায়িদ বরং আসরার ও দাকায়িক,রুমুজ ও গাওয়ামিজের এক অভূতপূর্ব চয়নিকা।জ্ঞান এবং প্রজ্ঞার বৈদগ্ধময় সমৃদ্ধ ভান্ডার।কিতাবটিতে অভিমত দিয়েছেন আরবের প্রখ্যাত স্কলার ড. মুহিউদ্দীন আওয়ামা এবং শাইখ ড. হাসান আবু গুদ্দাহ দা. বা.।
কিতাবটি মিশরের দারুসসালাম সহ বিশ্বসেরা লাইব্রেরীগুলোতে পাওয়া যাবে।

মাওলানা মাহফুজ আহমদ প্রখর মেধার অধিকারী তরুণ আলেমেদ্বীন। শিক্ষাদীক্ষা সিলেটের জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর থেকে শেষ করে সেখানেই শুরু করেন শিক্ষকতা। অল্প ক’দিনেই বেশ সুনাম অর্জন করেন তরুণ এই আলেম।
কিছুদিন পরেই পাড়ি জমান লন্ডনে। এই পর্যন্ত বাংলা, আরবী এবং ইংরেজিতেও লিখেছেন অনেক বই।
তবে এটিই বহির্বিশ্ব থেকে ছাপা লিখকের প্রথম কিতাব।

পুনশ্চ. কিতাবটি মাসখানেকের মধ্যে বাংলাদেশের মাকতাবাতুল আজহারে পাওয়া যাবে ইনশাআল্লাহ।