সিলেট ৩০শে জুন, ২০২২ ইং | ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬
হারিস উদ্দীন-সৌদি আরব থেকে,সিলেট রিপোর্ট:: উপমহাদেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম ইসলামী সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম (সৌদিআরব) জেদ্দা গুলাইল শাখার এক কর্মী সভা (২২ নভেম্বর )মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাওলানা মুজিবুর রহমান শাখা সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল ওয়াহিদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আহসান উল্লাহ । প্রধান অতিথি হিসেবে উপষ্থিত ছিলেন জেদ্দা জমিয়তের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওঃ ইসমাইল। বক্তব্য রাখেন, মাওঃ মশহুদ কামাল ,নির্বাহী সভাপতি জেদ্দা জমিয়ত। মাওঃ শরফুদ্দিন (দেওবন্দি ) যুগ্ম মহাসচিব জেদ্দা জমিয়ত। হাফিজ রফিক ,সাধারণ সম্পাদক ছামির শাখা । মাওঃ হারিছ উদ্দীন মহাসচিব জেদ্দা জমিয়ত।
সভাশেষে বার্মার মজলুম মুসলমানদের জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com