সিলেটবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২০
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী যুবকদের মহত উদ্যোগ

Ruhul Amin
এপ্রিল ৩০, ২০২০ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটরিপোর্টঃ

সৈয়দপুর নোয়াপাড়া প্রবাসি যুবসমাজ এর পক্ষ থেকে ১৩৮ ফ্যামিলি কে রামাযান গিফট প্রধান করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সৈয়দপুর নোয়াপাড়ার যুবসমাজের উদ্যোগে একটি ব্যতিক্রমধর্মী ফান্ডরাইজিং-এর উদ্দ্যোগ গ্রহণ করা।আমাদের সম্মিলিত পরিকল্পনা গ্রহনের মাত্র তিন দিনের মাথায় আশাতীত সফল হয়েছে। জগন্পানাথপুরের সৈয়দপুরের নোয়া পাড়ার সুহৃদয়বান ব্যক্তিবর্গের সহযোগীতায় ৭,৭৭,০০০/= (সাত লক্ষ সাতত্তর হাজার) টাকা আমাদের কাছে এসে জমা হয়।আমরা এ থেকে প্রতিটি পরিবারকে নগদ ৬৫০০/= (ছয় হাজার পাচশত)করে ১১৬টি পরিবার এবং ১০০০/=(একহাজার)২১টি বিদেশী(ময়মনসিংহ) পরিবার এবং ২০০০/=(দুই হাজার) ১টি পরিবার কে নগদ রমযানুল মোবারাক উপহার/গিফট প্যাকেজ প্রদান করি।আমরা অত্যান্ত শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাচ্চি শ্রদ্ধেয় সকল মুরুব্বী ও যুবসমাজ কে আমাদের সকলের এই মহত উদ্যোগকে সফল করতে যারা শ্রম,সময়,অর্থ দিয়ে সাহায্য করেছেন।

নোয়াপাড়ার মুরুব্বী, যুবসমাজ যে উদার মনের অধিকারী ইহাই তার জলন্ত প্রমান। ইনশাআল্লাহ আগামীতে মুরুব্বি ও আমরা প্রবাসি নোয়াপাড়া যুবসমাজ যেকোন দুর্যোগে,যে কোন প্রয়োজনে একে অপরের পাশে কাঁধে কাঁধ মিলেয়ে হাতে হাত রেখে দাঁড়াব এই হোক আমাদের সকলের প্রতিজ্ঞা ।প্রবাসি নোয়াপাড়া যুবসমাজের তত্ত্বাবদানে স্বেচ্ছা সেবক দল বাংলাদেশে যাদের কে দায়িত্ব দেওয়া হয়েছিল তালিকা ভুক্ত ১৩৮ পরিবারের কাছে তা যথাসময়ে পৌছে দেন।
প্রবাসী নোয়াপারা যুবসমাজ এর পক্ষ থেকে বাংলাদেশে স্বেচ্ছা সেবক দলকে জানাই আন্তরিক ধন্যবাদ।