সিলেটরবিবার , ২৭ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিপ্লবী ফিদেল ক্যাস্ত্রো ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

Ruhul Amin
নভেম্বর ২৭, ২০১৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উচ্ছ্বসিত প্রশংসা করে তাকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছিলেন কিউবার প্রয়াত বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো। ১৯৭৩ সালে আলজিয়ার্সে জোটবহির্ভূত দেশগুলোর এক বৈঠকের পর কাস্ত্রো এ কথা বলেছিলেন। বঙ্গবন্ধুকে  আলিঙ্গন করে ফিদেল কাস্ত্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি। কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায়, এই মানুষটিই হিমালয়। তাই আমার হিমালয় দেখা হয়ে গেলো। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সমর্থন ও অসামান্য ভূমিকা রাখেন ক্যাস্ত্রো। পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের নেতাকে নিয়ে তার মন্তব্য ছিল বাংলাদেশ এবং এ দেশের মানুষের প্রতি ক্যাস্ত্রোর ভালোবাসারই বহিঃপ্রকাশ। সাম্যবাদী বিপ্লবী এ নেতা বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ২০১৩ সালে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দিয়ে তাকে সম্মানিত করা হয়। বিশ্বের বিপ্লবী আন্দোলনের পুরোধা এ নেতা গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিশ্বজুড়ে। শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা।