সিলেটসোমবার , ২২ ফেব্রুয়ারি ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

২১শে ফেব্রুয়ারীর গল্পানুভূতি {}জয়নাল আবেদীন{}

Ruhul Amin
ফেব্রুয়ারি ২২, ২০২১ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

২১শে ফেব্রুয়ারীর গল্পানুভূতি

{}জয়নাল আবেদীন{}

একুশে ফেব্রুয়ারী তুমি
স্বাধীন বাংলাদেশের নাম ।
একুশে ফেব্রুয়ারী তুমি
হাসি কান্নার এক স্বপ্ন পূরণের নাম !

তুমি কি আসবে না
সেই গল্প বলতে
পলাশীর আম্রকানন থেকে
৫২ এর ৮ ই ফাল্গুন,
৬৯ এর গনঅভ্যুথান,
৭১ এর মহান স্বাধীনতা সংগ্রাম,
৯০ এর স্বৈরচার বিরোধী আন্দোলনের
প্রতিটি বাকে বাকে তুমি দিয়েছো
শুধু রক্ত আর রক্ত,
লাখো শহীদের রক্ত ভেজা এ পতাকা
বাংলার সবুজ দিগন্তে আজও স্বাক্ষী!

আমি বাংলার উত্তর থেকে দক্ষিনে
পূর্ব থেকে পশ্চিমে শুধু তুমাকে খুঁজছি।
তুমি আসবে বলে আজও প্রহর গুনছি!

পৃথিবীর বহুজাতির নিপিড়ীত মানুষ
বঙ্গের ব-দ্বীপে নতুন এক জাতি, এক ভাষা
এক মায়ের সন্তান।

আজ আমরা কেউ নেগ্রিটো, দ্রাবিড়, অষ্টিক, নিষাদ , নডিক, মঙ্গল, অ্যসিয়ীয়, এলামাইট, পারসিক, মেসিডোনীয়, গ্রীক, সিরীয়, ফেনিসীয়, শক, কুশান, হুন, তুর্কী, আরব,ইরানি,আফগানি, মুগল, পাঠান, ইউরোপীয়, ভোটানীয়, চীনীয়, আর্য, সেমিটিক নয় -আমরা সব বাঙ্গালী বা বাংলাদেশী!

স্বতন্ত্র বর্ণ গোষ্টি ,বংশ পরিচয় হারিয়ে
ব- দ্বীপের এই দেশে শংকর জাতী হিসাবে
সবাই বাঙ্গাল, বাঙ্গালী, বাংলাদেশী!
তাই তুমি আমার চেতনা, প্রেরণা
আগামীর স্বপ্ন, বেঁচে থাকার অধিকার।

তুমি আবার আসবে রৌদ্রমূর্তী ধারণ করে
সকল পংকিলতা, অনাচার , অসংগতি দুর করতে ।
বাংলার ১৭ কোটি মানুষকে রফিক ,সালাম, বরকত, শফিউল সহ বাংলার মুক্তি পাগল জনতাকে লাখো শহীদের আত্বত্যাগের -গল্প বলতে -রক্তের গল্প বলতে, স্বাধীকারের গল্প বলতে…