সিলেটশুক্রবার , ৫ নভেম্বর ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তফসিল ঘোষণা হয়নি তবুও নির্বাচনী আমেজ

Ruhul Amin
নভেম্বর ৫, ২০২১ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর || এখনও তফসিল ঘোষণা হয়নি তবুও নির্বাচনী ডামাডোল বাজতে শুরু করেছে জগন্নাথপুরের ১নং কলকলিয়া ইউনিয়নে। জমে উঠেছে নির্বাচনের প্রচারণা। মাঠঘাট চষে বেড়াচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা।

গত নির্বাচনে এ ইউনিয়ন সদ্য প্রয়াত চেয়ারম্যান আবদুল হাসিম আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক দিপাল কান্তি দে কে হারিয়ে বিজয় লাভ করেন। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েই চলছে এই পরিষদের সেবা কার্যক্রম।

জানাগেছে, নতুন মুখেরা দলীয় মনোনয়ন পেতে পারে এ আশায় সম্ভাব্য প্রার্থীরা জোরেশোরে মাঠে কাজ করছেন। দলের মনোনয়ন পেতে করছেন নানা তদবির। দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। যোগ্যতা ফুটিয়ে তুলতে ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ড টাঙাচ্ছেন গ্রামে থেকে বাজারে।

এই ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করতে চান বেশ কয়েকজন বিভিন্ন স্থরের নেতা। তবে এখন পর্যন্ত যাদের নাম বেশী আলোচিত হচ্ছে তারা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কতুব উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি ফখরুল হোসেন, ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনু আলী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন রানা, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান।

বিএনপি প্রার্থী না দিলেও স্বতন্ত্র হিসেবে এই ইউনিয়নে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, বিএনপি নেতা রফিক আহমদসহ অনেক নেতাই।

তবে সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের তালিকা দীর্ঘ হতে পারে বলে মনে করছেন অনেকেই।

এদিকে উপজেলা আওয়ামী লীগ বলছে, তৃণমূলের সমর্থনেই মনোনয়ন প্রত্যাশীদের তালিকা কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র থেকেই চুড়ান্ত হবে প্রার্থী। তবে দলে বিদ্রোহী প্রার্থী কেউ হলে ব্যবস্থা নেওয়া হবে।

আর সাধারণ ভোটাররা বলছেন, সৎ যোগ্য ও সবসময় যিনি মানুষের পাশে দাড়ান এমন প্রার্থীকেই বেঁচে নেবে এই অঞ্চলের মানুষ।