সিলেটবৃহস্পতিবার , ৬ জানুয়ারি ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির সংলাপে গেলো জমিয়ত, আমন্ত্রণ পেলো বিএনপি

Ruhul Amin
জানুয়ারি ৬, ২০২২ ১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

রুহুল আমীন নগরী: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করতে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চলমান সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মাঠের বিরোধী দল বিএনপিকে।
বুধবার এ আমন্ত্রণপত্র নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে দেয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ চিঠি গ্রহণ করেন।
বিএনপির দফতর সূত্র জানায়, আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। ওইদিন বিকাল ৪টায় বঙ্গভবনে বিএনপির প্রতিনিধি দলকে এ আমন্ত্রণ জানানো হয়।
বুধবার ( ৫ জানুয়ারি) সন্ধ্যায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে যান।
তবে ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে এ সংলাপকে অর্থহীন দাবি করে তাতে অংশ না নেয়ার ঘোষণা দেয়া হয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত ২০ ডিসেম্বর প্রথম দিনে জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাথে সংলাপ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। ইতোমধ্যেই জমিয়তে উলামায়ে ইসলাম বাংরাদেশসহ ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করেছেন রাষ্ট্রপতি।
এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। রাষ্ট্রপতিকে সিইসি এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। গত কয়েকটি মেয়াদে রাষ্ট্রপতি ‘সার্চ কমিটি’র সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন। বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাজনৈতিক প্রস্তাবের ভিত্তিতে সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন, যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রেসিডেন্টের কাছে সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠনে আইন প্রনয়নের প্রস্তাব দিয়েছে। প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে সংলাপে অংশ নিয়ে তারা ৬ দফা প্রস্তাব দেয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ৭ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলটির সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস মানিকনগরী,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া ও অর্থ সম্পাদক মুফতি জাকির হোসেন কাসেমী।
দলটি সংবিধানের ১১৮ অনুচ্ছেদের আলোকে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আইন প্রনয়নসহ প্রেসিডেন্টে কাছে ৬ দফা প্রস্তাব পেশ করেছে।