সিলেটশুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় সাত জনের মৃত্যু খাগড়াছড়িতে

Ruhul Amin
ফেব্রুয়ারি ৩, ২০১৭ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:খাগড়াছড়িতে ঝালমুড়ির দোকানের সামনে ভিড় করে থাকা লোকদের ওপর ট্রাক উঠে পড়ার ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও নয় জন।

শুক্রবার সকালে উপজেলা সদরের আলুটিলা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান। তিনি জানান, একটি অনুষ্ঠানকে ঘিরে সেখানে জড়ো হয়েছিল বেশ কিছু লোকজন। এদের কয়েকজন ঝালমুড়ি খেতে একটি দোকানকে ঘিরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়।

ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তা হান্নান। আহতদের জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানাতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে দৌড়ে ধরে ফেলে তারা।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো. আবুল আমিনসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।