সিলেটমঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা গণহত্যা বন্ধে সিলেট প্রেসক্লাবের মানববন্ধন

Ruhul Amin
সেপ্টেম্বর ১৯, ২০১৭ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা বন্ধে সেখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি তুলেছে সিলেট প্রেসক্লাব। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।
সোমবার সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবের সম্মুখে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। মিয়ানমারে গণহত্যা বন্ধ এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, হাজার বছরের আরাকান রাজ্যের আদিবাসী রোহিঙ্গা মুসলিমদের যেভাবে হত্যা, বর্বর নির্যাতন করা হচ্ছে, তা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। বাংলাদেশ মানবতায় সাড়া দিয়ে নির্যাতিত রোহিঙ্গাদের সাময়িকভাবে আশ্রয় দিয়েছে। তবে, তাদেরকে অবশ্যই তাদের নিজের দেশে ফিরিয়ে নিতে হবে। বিপন্ন রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দেয়ায় বর্তমান সরকারের প্রশংসা করে বক্তারা গণহত্যা বন্ধে আন্তর্জাতিকভাবে আরো জোরালো ভূমিকা পালনের জন্য সরকারের প্রতি আহবান জানান।
ক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাবের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, সাবেক সহ-সভাপতি এনামুল হক জুবের, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, ইমজার সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন মনজু, দৈনিক কাজিরবাজারের নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, ক্লাব সদস্য জেড এম শামসুল ও এম এ মতিন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আফতাব উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য আনিস রহমান, ক্লাব সদস্য শেখ আশরাফুল আলম নাসির, মারুফ আহমদ, নিরানন্দ পাল, এনামুল হক, নৌসাদ আহমেদ চৌধুরী, প্রত্যুষ তালুকদার, আবু তালেব মুরাদ প্রমুখ।