সিলেটবুধবার , ১২ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মিশরে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী মামুনের বিশ্বজয়

Ruhul Amin
এপ্রিল ১২, ২০১৭ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল করীম হেলালী, সিলেট রিপোর্ট : মিশরের রাজধানী কায়রোতে বিশ্বের প্রায় ৬০টি দেশের ক্ষুদে হাফিজদের অংশগ্রহণে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০১৭-তে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অধিকার সহ আবারো বিশ্বের মানচিত্রে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করেছে এ দেশের সূর্য সন্তান একাধিকবারের বিশ্বজয়ী হাফিজ আব্দুল্লাহ আল-মামুন।
গত ১১ এপ্রিল মঙ্গলবার কায়রোর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাফিজ আব্দুল্লাহ আল-মামুনের হাতে প্রথম পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন মিশরের প্রেসিডেন্ট।
হাফিজ মামুন রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচাস্থ আলহাজ্ব হাফেজ ক্বারী নাজমুল হাসান প্রতিষ্ঠিত তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করে ইতিমধ্যে সৌদি আরব, কুয়েত, দুবাই সহ বিশে^র বিভিন্ন দেশে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। মামুন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার হিরাকান্দা গ্রামের আবুল বাশারের ছেলে।
হাফিজ মামুন মিশরে মিশরে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর ছাত্র জমিয়ত নেতা হাফিজ আব্দুল করীম হেলালী।