সিলেটসোমবার , ২২ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রিন্সিপাল হাবীবুর রহমান রাহ. স্মরণে নিউইয়র্কে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Ruhul Amin
অক্টোবর ২২, ২০১৮ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

রশীদ আহমদ : বাংলার সিংহপুরুষ হিসেবেখ্যাত, বরেণ্য ইসলামী চিন্তাবিদ, সিলেটের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের স্মরণে গতকাল ১৯অক্টোবর শুক্রবার বাদ মাগরিব নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের আননুর কালচারাল সেন্টারের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, ইসলামী সমাজ বিনির্মানে প্রিন্সিপাল আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি একাধারে একজন ইসলামী চিন্তাবিদ, প্রাজ্ঞ রাজনীতিক, মুফাসসিরে কোরআন, আদর্শ শিক্ষক ও আধ্যাত্মিক নেতা ছিলেন। তাঁর অক্লান্ত পরিশ্রমে সিলেটের বুকে জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসা প্রতিষ্ঠিত হয়।
তিনি ইসলাম বিরুধী সকল অপশক্তির বিরুদ্ধে আমরণ সংগ্রাম করে গেছেন। তার যোগ্য নেতৃত্বে আইন-শরিয়ত সম্মেলন, তাসলিমা নাসরিন খেদাও আন্দোলন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ তথা মুর্তিবিরুধী আন্দোলন সফলতা লাভ করে। বাংলাদেশের ইতিহাসে তিনি তাঁর কর্মগুণে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
আননুর কালচারাল সেন্টার, নিউইয়র্কের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতী মোহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কাশেম, আমেরিকান মুসলিম সেন্টারের হিফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা আতাউর রহমান, মসজিদ মিশনের (হাজী ক্যাম্প মসজিদ) ইমাম মাওলানা মঞ্জুরুল করীম, ইয়র্ক-বাংলা সম্পাদক মাওলানা রশীদ আহমদ, উডসাইডস্থ মাদানী মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাহমুদুল ইসলাম, খেলাফত মজলিস নিউইয়র্ক সভাপতি মাওলানা হামিদুর রহমান আশরাফ, ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা’র সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন প্রমুখ।

আলোচনা সভা শেষে মরহুমের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম।