সিলেটশনিবার , ১৪ ডিসেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

খুলে দেয়া হলো তামাবিল স্থলবন্দর

Ruhul Amin
ডিসেম্বর ১৪, ২০১৯ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
সিলেট সীমান্তের তামাবিল স্থলবন্দর পর্যটকদের চলাচলের জন্য খুলে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। শনিবার সকাল সাড়ে ১১টায় বন্দরটি খুলে দেয়ার পর পর্যটকদের যাতায়াত শুরু হয়েছে।

শুল্ক স্টেশনের কাস্টমস পুলিশের ইনচার্জ শাহ সৈয়দ রুমি জানান, সকাল সাড়ে ১১টায় ভারতীয় কর্তৃপক্ষ পর্যটকদের পাঠানোর অনুমতি দিয়েছে। তবে নিজ দায়িত্বে পর্যটকদের ভারতে যেতে হবে। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব নেবে না ভারতীয় কর্তৃপক্ষ।

এর আগে নিরাপত্তার স্বার্থে ভারতীয় কর্তৃপক্ষ শুক্রবার সকাল থেকে সিলেট সীমান্তের তামাবিল স্থলবন্দর দিয়ে চলাচল বন্ধ করে দেয়। নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল ভারতের মেঘালয় রাজ্যে কারফিউ জারি করা হয়।

পূর্বঘোষণা ছাড়াই তামাবিল শুল্ক স্টেশন হয়ে আসা-যাওয়া বন্ধ হওয়ায় বিপাকে পড়েন বাংলাদেশি পর্যটকরা। শুক্রবার দুই শতাধিক পর্যটক তামাবিলে এসে ভারতে যেতে না পেরে ফিরে যান।