সিলেটরবিবার , ১২ ডিসেম্বর ২০২১
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি গঠন: আবু তাহের সভাপতি, মনোয়ারুল সাধারণ সম্পাদক ও রশীদ আহমদ কোষাধ্যক্ষ নির্বাচিত

Ruhul Amin
ডিসেম্বর ১২, ২০২১ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট : যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের প্রথম সংগঠন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম ও কোষাধ্যক্ষ রশীদ আহমদকে নির্বাচিত করে ২০২২-২০২৩ সেশনের জন্য নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১১ই ডিসেম্বর শনিবার দুপুর সাড়ে বারোটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্টের হল রুমে প্রথম পর্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে দ্বিতীয় পর্বে নির্বাচনী প্রক্রিয়ায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে টাইম টিভির সিইও এবং সাপ্তাহিক পত্রিকার সম্পাদক আবু তাহের বিপুল ভোটে র্নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে পুণ: নির্বাচিত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক,সাপ্তাহিক আজকালের মনোয়ারুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ইয়র্ক বাংলা’র সম্পাদক ও সিলেট রিপোর্ট এর প্রধানসম্পাদক মাওলানা রশীদ আহমদ।
নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভা পরিচালনা করেন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ সিরাজুলইসলাম।
শুরুতেই সংগঠনের সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম বার্ষিক প্রতিবেদন পেশ করেন। পরে সংগঠনের আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার। পরে তিন সদস্যের নির্বাচন কমিশন নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের ১১ সদস্যের নতুন কার্যকরী কমিটির জন্য সংগঠনের সদস্যদের কাছ থেকে নাম প্রস্তাবের আহ্বান করেন। এতে সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে কার্যকরী কমিটির দায়িত্বশীলদের নির্বাচিত করেন। তবে সভাপতি ও কার্যকরী ৪জন সদস্য ছাড়া অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্বশীল নির্বাচিত হন। নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি শেখ সিরাজুল ইসলাম (ফ্রিল্যান্স), যুগ্ন সাধারন সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার ( বিএ নিউজ ২৪ ), সাংগঠনিক সম্পাদক এস এম সোলায়মান ( ইন্ডিপেনডেন্ট টিভি), দফতর সম্পাদক মাহাথির ফারুকী (ফ্রিল্যান্স), কার্যকরী সদস্য ফরিদ আলম (মুক্তচিন্তা), এবিএম সালাহউদ্দিন আহমেদ ((বাংলা পত্রিকা/ ইনকিলাব), রওশন হক (প্রথম আলো), এস এম জাহিদ রহমান (নিউজ বিডি ইউএসএ) এবং সাবেক সভাপতি ডা.ওয়াজেদ এ খান (সাপ্তাহিক বাংলাদেশ) পদাধিকার বলে সদস্য নির্বাচিত হন।
এবারের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আহমদ (প্রধান নির্বাচন কমিশনার),বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক রিপোর্টার আনোয়ার হোসেইন মঞ্জু (নির্বাচন কমিশনার) ও সিনিয়র সাংবাদিক হাবিব রহমান (নির্বাচন কমিশনার)।
এর আগে সাধারণ সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক দেশবাংলার সম্পাদক ডা. সারোয়ারুল হাসান, দৈনিক নিউ নেশনের সাবেক রিপোর্টার মাহমুদ খান তাসের, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, প্রথম আলোর সম্পাদক ইবরাহীম চৌধুরী খোকন, বিশিষ্ট সাংবাদিক ইমরান আনসারী, এইচ বি রিতা ও মেরী জোবাইদাসহ প্রমুখ।
সাধারণ সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সদস্য জামিল আনছারী ও দুআ পরিচালনা করেন ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ। এজিএম ও নির্বাচনে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।