সিলেটবুধবার , ১৫ জুন ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে উউপনির্বাচন চলছে

Ruhul Amin
জুন ১৫, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ও বিয়ানীবাজার পৌরসভার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত বিয়ানীবাজার পৌরসভায় ইভিএম- ভোটগ্রহণ চলবে এবং সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ চলবে।

বুধবার (১৫ জুন) জেলার ১১২ টি ভোটকেন্দ্রে পৃথক সময়ে ভোটগ্রহণ শুরু হয়।

জানা যায়, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শিল্পপতি মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম ও ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া অপরপ্রার্থী হলেন ঢাকাদক্ষিণ কলেজের সাবেক ভিপি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শফিক উদ্দিন।

এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪০ হাজার ১০০ জন। এর মধ্যে ১ লাখ ২২ হাজার জন নারী এবং ১ লাখ ১৮ হাজার ৩ জন পুরুষ। তারা মোট ১০২টি কেন্দ্রে ৬২৫টি কক্ষে ভোট দিয়ে নিজেদের কাঙ্খিত জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। ১০২ টি ভোট কেন্দ্রে মধ্যে ৯৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা ব্যালেটের মাধ্যমে আগামীর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন।