সিলেটবুধবার , ৭ মার্চ ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শাবিতে র‌্যালি

Ruhul Amin
মার্চ ৭, ২০১৮ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শাবি প্রতিনিধি :: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) বর্ণাঢ্য র‌্যালি বের করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার সকাল সাড়ে ১১টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে থেকে বের হওয়া র্র‌্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে একটি সমাবেশে মিলিত হয়।

শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ হাসানুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহীর উদ্দিন আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।

উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘৭ মার্চের ভাষণ একটি ঐতিহাসিক ভাষণ যা ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় । এই ভাষণের মধ্য দিয়ে একটি জাতি মাথা তুলে দাড়ায় এবং তা বাঙ্গালী জাতিকে স্বাধীনতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এটি আমাদের স্বাধীনতার সনদপত্র।’

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।