সিলেটবৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

Ruhul Amin
জানুয়ারি ৪, ২০১৮ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুই দফায় ধাওয়া ধাওয়ী হলেও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি মহানগর আওয়ামী লীগ নেতা সিটি কাউন্সিলর আজাদ সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা। ফলে তারা টিলাগড় পয়েন্ট এলাকায় অবস্থান নেয়। অন্যদিকে হিরণ-জাহাঙ্গির-মিঠু সমর্থিত গ্রুপের অনুসারিরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। এ কারণে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে, সকাল থেকেই কলেজ ক্যাম্পাসসহ পাশবর্তী টিলাগড় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এ কারণে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

সতর্ক অবস্থানে পুলিশ

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আনন্দ র‌্যালী বের করে হিরণ-জাহাঙ্গির-মিঠু সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা। এসময় দীর্ঘদিন থেকে ক্যাম্পাসের বাহিরে থাকা আজাদ সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশের চেষ্ঠা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে, পুলিশের বাধার কারণে তারা ক্যাম্পাসে প্রবেশ না করেই চলে যায়।

কিছুক্ষণ পরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আবার এমসি কলেজে ঢুকার চেষ্টা করলে ক্যাম্পাসের ভিতরে থাকা অন্য গ্রুপের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে টিলাগড় পয়েন্ট পর্যন্ত নিয়ে যায়। দুই দফায় ধাওয়া ধাওয়ীর সময় ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে। এছাড়া উভয় পক্ষের নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র-শস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হিরণ-জাহাঙ্গির-মিঠু সমর্থিত গ্রুপের অনুসারি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান বলেন, ‘আমরা কলেজের নিয়মিত ছাত্রদের নিয়ে ক্যাম্পাসে আনন্দ র‌্যালী বের করি। কিন্তু বহিরাগত অছাত্রদের নিয়ে তারা আমাদের আয়োজনকে বানচাল করার চেষ্টা করেছিল। এ কারণে তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাসের বাহিরে বের করে দেয়া হয়েছে। বর্তমানে তারা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন।’

সংর্ঘষে তাদের গ্রুপের সাহেল আহমদ, নাজমুল ইসলাম, আক্তার ও পাভেল নামের চার কর্মী আহত হন। এদের মধ্যে আক্তার ও পাভেলকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, পুলিশ টিলাগড় এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। সংঘর্ষের সময় উভয়পক্ষকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোঁড়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।