সিলেটমঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভারতের কাশ্মীর নীতির বিরুদ্ধে বাংলাদেশীদের প্রতিবাদী হওয়া দরকার : মাওলানা ইউসুফী

Ruhul Amin
সেপ্টেম্বর ১০, ২০১৯ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম সহসভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা আবদুর রব ইউসুফী ভারতের কাশ্মীর নীতির বিরুদ্ধে বাংলাদেশীদের কঠোর প্রতিবাদী হওয়ার আহবান জানিয়েছেন। এজন্য তিনি তিনটি কারণ উল্লেখ করেছেন,
( এক) তদানীন্তন ভারত সরকার কর্তৃক কাশ্মীরিদেরকে প্রদত্ত ওয়াদা এবং সাংবিধানিক মর্যাদা বর্তমান সরকার কেড়ে নিয়েছে। এমনকি জাতিসংঘ সনদও সাত দশক ধরে কার্যকর করছেনা। উপরন্তু তাদের উপর সব ধরনের জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। তাঁরা একে তো মজলুম, আবার মুসলিম, তাই তাঁদের পাশে দাঁড়ানো মানবিক ও দীনি দায়িত্ব।
( দুই ) ভারত আসামের মুসলমানদেরকে সেখান থেকে বের করে বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে। স্বাভাবিক ভাবেই তাঁরা নিজেদের ভিটে-মাটি ছেড়ে আসতে রাজী হবেনা। তখন তাদের উপরও চালাবে জুলুম-নির্যাতন। বাংলাদেশের পক্ষেও লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব নেয়া সম্ভব হবেনা। আর অন্য দেশের নাগরিকদের দায়িত্ব নিবেই বা কেন?
( তিন ) আসামের পর ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গসহ অন্যান্ন রাজ্যেও এভাবে নাগরিক পঞ্জির নামে মুসলিম বিতাড়নের তৎপরতা শুরু করবে।
এ সব বিবেচনায় নিয়ে প্রয়োজন জাতীয় ঐক্যের। এ দায়িত্ব সরকারের। সরকার কোন কারনে এ উদ্যোগ নিতে ব্যর্থ হলে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনসমূহকে এগিয়ে আসতে হবে। আমরা “সর্বদলীয় কাশ্মীর সংহতি ফোরাম” যে উদ্যোগ নিয়েছি, সেটাকে প্রতীকি বলা যায়। তবে এই বিশাল উদ্দেশ্য সফল করতে হলে এর ব্যাপকতা আরো বাড়াতে হবে। সকল মত-পথের লোকদেরকে এর আওতায় নিয়ে আসার চেষ্টা করতে হবে।
এটা মুসলিম জাতির অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্ন, একটা অসম বৃহৎ প্রতিবেশী আগ্রাসী শক্তির মোকাবেলার ব্যাপার। জানি না, আমার বার্ধৈক্যের এ অনুভূতি কতটা সাড়া জাগাতে পারবে। যদি ব্যর্থ হই, তবে ডাক দিয়ে গেলাম।