সিলেটবৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জেএসসি: সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩.৩৭

Ruhul Amin
ডিসেম্বর ২৯, ২০১৬ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  সিলেট শিক্ষা বোর্ডের অধিনে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৩.৩৭। যা গতবছরের থেকে .২২শতাংশ কম। গতবছর পাসের হার ছিলো ৯৩.৫৯।তবে পাসের হাসের সূচক কিছুটা কমলেও এবছর বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ১০ হাজার ২৫৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৪ হাজার ৪শ’ ৫৭ ও মেয়ে ৫ হাজার ৭শ’ ৯৮জন।

যা গতবছরের তুলনায় ৫২৯৯ টি বেশি। গতবছর জিপিএ-৫ পায় ৪ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শামসুল ইসলাম।

বোর্ডের অধিনে মোট ১ লক্ষ ৩০ হাজার ৭শ’ ০৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লক্ষ ২২হাজার ৩৪ জন। এদের মধ্যে ছেলে ৫৩ হাজার ২শ’ ৪৮ ও মেয়ে শিক্ষার্থী ৬৮ হাজার ৭শ’ ৮৬জন। বোর্ডে ছেলেদের পাসের হার ৯৩.৫৩ ও মেয়েদের পাসের হার ৯৩.২৪।

এদিকে সিলেট বিভাগের সিলেট জেলায় পাশের হার ৯৪.৪১। এ জেলায় মোট ৪৭ হাজার ৮শ’৮২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৫ হাজার ৩শ’৯৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৪হাজার ৯শ’৮৯ জন।

সুনামগঞ্জ জেলায় পাসের হার ৯৩.০৮। এ জেলায় মোট ২৮ হাজার ৬০০ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ২৬ হাজার ৬শ’২০ জন। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৪শ’৬৮ জন।

হবিগঞ্জ জেলায় পাশের হার ৯২.৭৫। এ জেলায় মোট ২৫ হাজার ২শ’৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ২৩ হাজার ৩শ’৭৮ জন। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৬শ’৭২ জন।

মৌলভীবাজার জেলায় পাসের হার ৯১.৮০। এ জেলায় মোট ২৯ হাজার ১৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ২৬ হাজার ৬শ’৩৭ জন। জিপিএ ৫ পেয়েছে ২হাজার ১শ’২৬ জন।

এবছর ১০০৯ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৪৪টি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। তবে শুন্য পাসের কোন প্রতিষ্ঠান নেই।