সিলেটসোমবার , ৯ জুলাই ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ফুটপাতে কাতরাচ্ছেন মা, বাঁচাতে দুই অবুঝ সন্তানর লড়াই!

Ruhul Amin
জুলাই ৯, ২০১৮ ১২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: একজন অসুস্থ মা ফুটপাতে শুয়ে কাতরাচ্ছেন। তার পাশে মাতৃসেবায় ব্যস্ত ছোট্ট ২ অবুঝ সন্তান। মাথায় পানি ঢেলে মায়ের জ্বর প্রশমন করার চেষ্টা করছে বড় ছেলেটি। ছোট ছেলেটির আর কিছু করার ক্ষমতা নেই দেখে বিদ্যুতের একটি খুঁটিতে মাথা ঠেকিয়ে রেখে তার অসহায়ত্ব প্রকাশ করছে। পাশে কারা যেন রুটি-কলা রেখে গেছে। পানি রাখার জন্য কোনো পাত্রও নেই তাদের। কুড়িয়ে পাওয়া মিনারেল ওয়াটারের বোতলেই কাজ চালিয়ে নিচ্ছে শিশুটি।

রাজধানী ধানমণ্ডির সোবহানবাগ মসজিদ থেকে ২০০ গজ দক্ষিণের ফুটপাতে এ মানবিক দৃশ্য চোখে পড়ে। সকাল অবধি তেমন কেউ এই দুস্থ, অসহায় মা ও সন্তানদের দেখতে আসেননি।

ঢাকা শহরে এমন চিত্র অহরহ৷ অসংখ্য মানুষ ফুটপাতে ঘুমায়। তারা এ দেশের নাগরিক হয়েও যেন পরবাসী। রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যসহ থাকার জায়গা হলেও ঢাকার ছিন্নমূল মানুষদের ফুটপাত ছাড়া আর কোথাও ঠাঁই হয় না।