সিলেটমঙ্গলবার , ১ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শিশুদের আলোকিত করতে এমপি কেয়ার প্রশংসনীয় উদ্যোগ

Ruhul Amin
নভেম্বর ১, ২০১৬ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
হবিগঞ্জের বাহুবল উপজেলায় শ্রমজীবী শিশুদের প্রাথমিক শিক্ষার আলোয় আলোকিত করতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছৈন সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

নিজ প্রচেষ্টায় প্রাথমিক বিদ্যালয়বিহীন বাহুবল উপজেলা সদর সংলগ্ন ঐতিহ্যবাহী সাতকাপন গ্রামে আউলিয়া-নূর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কল্যাণ ট্রাস্টের অধীনে পরিচালিত হয়ে বিদ্যালয়টি ২০১৭ সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করবে।

সোমবার (৩১ অক্টোবর) অবকাঠামো নির্মাণ হওয়ার পর সংসদ সদস্য কেয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সাবেক মেম্বার জবরু মিয়ার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা শামিনুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ চন্দ্র চন্দ, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ হোসেন শাহ, আলিফ-সোবহান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, ডিএনআই মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ইসহাক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. নূর মিয়া ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহ আহমেদ আওলাদ, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে কেয়া চৌধুরী এমপি জানান, আমার অনুরোধ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের সুপারিশে বাহুবলের সাতকাপন গ্রামে আউলিয়া-নূর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিচালনার দায়িত্ব নিয়েছে শিশু কল্যাণ ট্রাস্ট। আমার বিশ্বাস এ বিদ্যালয়টি চালু হলে এ অঞ্চলের শ্রমজীবী শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে।