সিলেটবৃহস্পতিবার , ৩০ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আমরা নতুন মহাজোট করব: এরশাদ

Ruhul Amin
মার্চ ৩০, ২০১৭ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

শাহিদ হাতিমী,আহমাদুল হক,জাতীয় প্রেসক্লাব থেকে: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে তার দল নেই বলে দাবি করেছন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যঅন ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, তার দল নতুন মহাজোট করবে। এ জন্য আলাপ-আলোচনা চলছে।

আজ বৃহস্পতিবার (৩০মার্চ) জাতীয় প্রেসক্লাবে সমমনা ৩৪টি ইসলামি রাজনৈতিক দল নিয়ে গঠিত ‘জাতীয় ইসলামি মহাজোট’ নামের নতুন রাজনৈতিক মোর্চার আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন এরশাদ।

এরশাদ বলেন, ‘আমরা আরেকটি মহাজোট করব। অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে। এরা (জাতীয় ইসলামি মহাজোট) একটা জোট করেছে। এরা হয়তো আলোচনার মাধ্যমে আমাদের সাথে আসবে।’

মহাজোট ভেঙে নতুন জোট করবেন কি না এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘আমরা তো বিরোধী দল, মহজোটে তো আমরা নেই। মহাজোটে ছিলাম, এখন এদের সবাইকে নিয়ে জোট করতে চাচ্ছি আমরা।’

এর আগে ‘জাতীয় ইসলামি মহাজোট’ মোর্চার আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, ‘আমরা স্বাধীনতার চেতনা, ইসলামি মূল্যবোধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সবাইকে নিয়ে একটি জোট করতে চাই। আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের আশা পূর্ণ হবে।’

জাতীয় ইসলামি মহাজোটের নেতাদের উদ্দেশে এরশাদ বলেন, ‘আপনাদের মধ্যে ঐক্য নেই। যদি ইসলামী দর্শনে বিশ্বাসী দলগুলোর মধ্যে ঐক্য থাকত, তাহলে আপনারা আজ ক্ষমতায় থাকতেন।’

গুম, খুনসহ দেশে যে পরিস্থিতি বিরাজ করছে তা থেকে শান্তি ফিরিয়ে আনতে ইসলামি মূল্যবোধ জাগ্রত করার তাগিদ দিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘সমাজে শান্তি আনতে হলে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।’ এ জন্য নবগঠিত জাতীয় ইসলামি মহাজোটকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

নবগঠিত জাতীয় ইসলামি মহাজোটের আহ্বায়ক আবু নাসের ওয়াহেদ তার লিখিত বক্তব্যে বলেন, সমমনা ৩৪টি রাজনৈতিক দল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে।

জাতীয় ইসলামি মহাজোট শরিক দল

নতুন জোটের শরিক দলগুলো হিসেবে যে নামগুলো এসেছে সেগুলো হচ্ছে, গণ ইসলামিক জোট, পিপলস জাস্টিস পার্টি, জাতীয় গণতান্ত্রিক ফেডারেশন, বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টি, জাতীয় শরিয়া আন্দোলন, বাংলাদেশ জনতা পার্টি, বাংলাদেশ ইসলামি জনকল্যাণ পার্টি, ইউনাইটেড ইসলামিক, জমিয়তে মুসলিমিন বাংলাদেশ, ন্যাপ-ভাসানী, খেলাফত সংগ্রাম পরিষদ, বাংলাদেশ মানবাধিকার পার্টি, ইসলামি গণ আন্দোলন, জাতীয় ইসলামি আন্দোলন, জমিয়তুল ওলামা পার্টি, জাতীয় ইসলামিক মুভমেন্ট, খেলাফত আন্দোলন বাংলাদেশ, ইনসানিয়াত পার্টি, খেলাফত বাস্তবায়ন পার্টি, ইসলামি আক্বিদা সংরক্ষণ পার্টি, ইসলামী সংরক্ষণ পার্টি, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ, মুসলিম জনতা পার্টি, ইসলামি আক্বিদা সংরক্ষণ আন্দোলন, খেদমতে খালক পার্টি, ওলামা মাশায়েখ সমন্বয় পরিষদ, ইউনাইটেড ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামি পার্টি, ইসলামী সমাজ কল্যাণ আন্দোলন, বাংলাদেশ ইত্তেহাদুল মুসলিমিন, বাংলাদেশ খেলাফাতুল উম্মাহ, বাংলাদেশ আক্বিমুদ্দিন মজলিস, সোশ্যাল ডেভেলপমেন্ট পার্টি, জমিয়তুল হেদায়াহ মুভমেন্ট।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবুল হোসেন, সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান আলমগীর সিকদার প্রমুখ অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন।