সিলেটসোমবার , ৪ ফেব্রুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সংসদে যাচ্ছেন মোকাব্বির!

Ruhul Amin
ফেব্রুয়ারি ৪, ২০১৯ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান শপথ না নেয়ায় ভোটারদের মধ্যে হতাশা-ক্ষোভ বিরাজ করছে। বিপুল ভোটে নির্বাচিত হয়েও তার সংসদে না যাওয়া, দুশ্চিন্তায় রেখেছে এ আসনের ভোটারদের। শপথগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় হতাশায় রয়েছেন জনগণ। তিনি শপথ না নিলে বিশ্বনাথ ও ওসমানীনগরের চলমান উন্নয়ন ব্যাহত হওয়ার শংকায় রয়েছেন তারা। এ আসনের জনগণের দৃঢ় প্রত্যাশা, মোকাব্বির খান সংসদে যাবেন। জনসর্থনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে মহান জাতীয় সংসদে দাড়িয়ে জনগণের দাবি-দাওয়া তুলে ধরবেন। সরকারের কাছ থেকে আদায়ও করবেন জনসাধারণের চাওয়া। চলমান রাখবেন এ আসনের উন্নয়নের ধারাবাহিকতা।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩/৪ দিন আগে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে মাঠে নামেন মোকাব্বির খান। সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর পরিবার ও স্থানীয় বিএনপির আনুকূল্যে বিপুল ভোটে নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন তিনি। এই আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনা বিএনপি থেকে মনোনয়ন ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সমর্থন পেয়ে ধানের শীষ প্রতীকে মাঠে নেমে প্রচারণা শুরু করলেও উচ্চ আদালতের রায়ে তার প্রার্থিতা স্থগিত হয়ে যায়। তার পরিবর্তে সিলেট-২ আসনে মোকাব্বির খান বিপুল ভোটে জয়লাভ করেন। পরে ঐক্যফ্রন্টের আহবায়ক, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নির্বাচন বর্জন করে পুনর্নিবাচনের দাবি জানান। এ করণেই শপথগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেয়া দেয় মোকাব্বির খানের।
এ প্রতিবেদকের সাথে আলাপকালে এ আসনের অনেকেই জানান, মোকাব্বির খানের শপথ নিয়ে অনিশ্চয়তা তৈরী হওয়ায় বিশ্বনাথ ও ওসমানীনগরের চলমান উন্নয়নের ধারাবাহিকতাও অনিশ্চয়তায় পড়েছে। আশা করি, তিনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, যাতে আমাদের পস্তাতে হয়।

সিলেট-২ আসনের বিএনপি ঘরানার অনেকে বলেন, বিপুল ভোটে বিজয়ী মোকাব্বির খানের শপথ নিয়ে সংসদে যাওয়া উচিত। অনেক ভোটারের সাথে কথা হলে তারা জনরায়ের প্রতি সম্মান জানিয়ে শেষ পর্যন্ত মোকাব্বির খান শপথ নিয়ে সংসদে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে কথা হলে সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান সংসদে যাবার সিদ্ধান্ত ইতিবাচক উল্লেখ করে টেলিফোনে ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, জনগণ আমার পক্ষে রায় দিয়েছেন সংসদে গিয়ে তাদের হয়ে কথা বলার জন্যে। এখন যদি সেটা না হয়, তাহলে এ আসনের বিশাল জনগোষ্ঠির কাছে কি জবাব দেয়ার আছে? জনগণের কাছে আমি দায়বদ্ধ। ঐক্যফ্রন্টের নয়, গণফোরামের সিদ্ধান্তেই পরবর্তী করণীয় ঠিক করা হবে।—-বিডি প্রতিদিন