সিলেটমঙ্গলবার , ৩ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঘটনাবহুল ২০১৬: সিলেটে যা কিছু আলোচনায়

Ruhul Amin
জানুয়ারি ৩, ২০১৭ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

ওয়েছ খছরু, সিলেট থেকে: ২০১৬ আলোচনায় ভরপুর ঘটনাবহুল বছর কাটিয়েছে সিলেটবাসী। এর মধ্যে গা শিউরে ওঠার মতো ঘটনা ছিল সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর বর্বরোচিত হামলা। শেষ সময়ে এসে সিলেটের ধর্ণাঢ্য রাগিব আলীকে নিয়ে ছিল সর্বত্রই আলোচনা। রাগিব আলী গ্রেপ্তার, মামলা এসব ঘটনা ছিল মানুষের মুখে মুখে। পাশাপাশি গেল বছরে দুই দফা সিলেট সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৮ বছর পর বিশ্ব ইজতেমার আয়োজন, সিলেটে বিপিএলের ফুটবল উৎসব- এসব নিয়ে বেশ ঘটনাবহুল বছর অতিবাহিত করলেন সিলেটবাসী। শেষ দিকে এসে জেলা পরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গন সরব হয়ে উঠেছিল। গেল বছরে সিলেটের সবচেয়ে আলোচিত ঘটনার মধ্য ছিল কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর বর্বরোচিত হামলা। ৩রা অক্টোবর এমসি কলেজ   ক্যাম্পাসে খাদিজার ওপর বর্বর হামলা চালিয়েছিল ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেতা ও শাবি ছাত্র বদরুল আলম। খাদিজার ওপর হামলার ঘটনার ভিডিও ফুটেজ নিয়ে গোটা দেশেই তোলপাড় শুরু হয়। এ ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে দেশজুড়ে। ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর খাদিজা সুস্থ হয়েছে। মামলাটির বিচারিক কার্যক্রমও প্রায় শেষ পর্যায়ে। ৬ই জানুয়ারি খাদিজা সিলেটের আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেবে। এরপর আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন আদালত। কিন্তু খাদিজার ঘটনায় সিলেটসহ গোটা দেশের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খাদিজার ঘটনার পর পরই সিলেটের খুলিয়াটুলায় ভিআইপি রুটে সাবেক সিটি কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী স্বেচ্ছাসেবকলীগ নেতা তাজুল ইসলাম খুনের ঘটনা ঘটে। খুনিরা সন্ধ্যা রাতে বাসায় যাওয়ার পথে তাজুল ইসলামকে কুপিয়ে খুন করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সিলেটজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ অবশ্য খুনের মিশনে অংশ নেয়া বেশ কয়েকজনকে আটক করেছে। বছরের শুরুতেই সিলেট সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১শে জানুয়ারি তিনি সিলেট সফরকালে প্রায় ১০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চলতি বছর যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয় সিলেটে সুরমার উপর স্থাপিত কাজিরবাজার সেতু। এ সেতুটি সিলেটের যোগাযোগ ব্যবস্থাকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে। বছরের শেষ দিকে এসে হঠাৎ আলোচনায় আসেন সিলেটের শিল্পপতি রাগিব আলী। তারাপুর চা-বাগানের মালিকানা সংক্রান্ত মামলা উচ্চ আদালতের নির্দেশে বিচারে আসে। এরপর আদালতে দুটি মামলায় রাগিব আলীর বিরুদ্ধে সমন জারি করা হয়। কিন্তু রাগিব আলী হাজতবাস এড়াতে পালিয়ে গিয়েছিলেন ভারতে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ২৪শে নভেম্বর রাগিব আলী দেশে ফিরলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেন। এখনো কারান্তরীণ সিলেটের রাগিব আলী। পুত্র আবদুল হাইও জেলে। রাগিব আলীর বিরুদ্ধে মামলা চলছে। রাগিব আলীকে নিয়ে সিলেটে গেল বছরের শেষার্ধে আলোচনার অন্ত ছিল না। গোটা সিলেটেই তাকে নিয়ে আলোচনা হয়েছে। গেল বছরেও মুক্ত হতে পারেননি সিলেটের সাময়িক বরখাস্ত হওয়া কারাবন্দি মেয়র আরিফুল হক চৌধুরী। বছরের শেষ দিকে এসে তিনি এক এক করে সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া হত্যা মামলা থেকে জামিন পান। কিন্তু শেষ দিকে এসে সুনামগঞ্জের দিরাইয়ের সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড ছুড়া মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। সঙ্গে হবিগঞ্জের মেয়র জিকে গউছকেও। সিলেটে গেল বছর বসেছিল ফুটবলের আসর। ২৫শে সেপ্টেম্বর থেকে বিপিএলের খেলা অনুষ্ঠিত হয় সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। এতে করে ক্রীড়ামোদিরা শেষ দিকটা আনন্দে কাটান। বিষাক্ত পটকা মাছও আসে আলোচনায়। জৈন্তাপুরের দরবস্ত এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দা দীর্ঘদিন ধরে পটকা মাছ খাচ্ছিলেন। ডিসেম্বরেই বিষাক্ত পটকা মাছ খেয়ে জৈন্তাপুরের উত্তর মহাইল গ্রামের দুই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। ২৮শে ডিসেম্বর সিলেটে জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছিল রাজনীতি। এ নির্বাচনে আওয়ামী লীগকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হতে হয়েছে। ৩২ বছর পর সিলেটে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। ৩১শে ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে তিনদিনের এই ইজতেমা। এবার সিলেটে ইজতেমা আয়োজন করায় সিলেটের মুসল্লিরা টঙ্গির বিশ্ব ইজতেমায় শরীক হবেন না।–মানব জমিনের সৌজন্যে